Advertisement

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় খেলা চলাকালীন সময়ে মাঠে বজ্রপাতের ঘটনায় এক ফুটবলারের মৃত্যু হয়েছে। নিহত খেলোয়াড়ের নাম লুয়ান্ডা এনটিশানগাস। তিনি মারিটজবার্গ ইউনাইটেড দলের স্ট্রাইকার ছিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে ২১ বছর বয়সী এনটিশানগাসের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, খোয়াজুলু-নাতাল প্রদেশে একটি প্রীতি ম্যাচ চলাকালে বজ্রপাতে মারাত্মক দগ্ধ হয়ে কোমায় চলে যান লুয়ান্ডা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মারা যান তিনি। এ ঘটনায় আরও দুই খেলোয়াড় আহত হয়েছেন।
ক্লাবের চেয়ারম্যান ফারুক কাদোদিয়া বলেন, ‘লুয়ান্ডাকে হারিয়ে আমরা খুবই শোকাহত। সে খুবই সম্ভাবনাময় একজন তরুণ খেলোয়াড় ছিল।