ঝালকাঠিতে বঙ্গমাতা ফুটবল দলের খেলোয়ারের পানিতে ডুবে মৃত্যু

2278
Advertisement

 

নিজস্ব সংবাদদাতা ॥  ঝালকাঠি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হওয়া বঙ্গবন্ধু-বঙ্গমাতা টুর্নামেন্টের অংশগ্রহণকারী বঙ্গমাতা ফুটবল দলের ধেলোয়ার তৃষা রাজা (১০) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার বেলা দেড় টায় খেলা শেষে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ পুকুরে সহ খেলোয়ারদের সাথে গোসল করতে গেলে সাতার না জানা শিশুটি পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। তৃষা রাজা ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার তাহাব্দুস রাজার কন্যা এবং ঝালকাঠি শাহি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। এই ফুটবল টুর্নামেন্টে দায়িত্বরত শিক্ষকের অবহেলার কারনেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তার আত্মীয়-স্বজন দাবী করেছে।

গোসল করার সময় বিদ্যালয়ের কোন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন না।