রাঙ্গামাটিতে বয়স ভিত্তিক ক্রিকেটারদের চূড়ান্ত মেডিকেল সম্পন্ন

1174
Advertisement

: ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলেপমেন্টের আয়োজনে বিভিন্ন বয়স ভিত্তিক ক্রিকেট শুরু হচ্ছে শীঘ্রই। এ প্রতিযোগিতায় অংশ গ্রহণের লক্ষে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ চূড়ান্ত বয়স নির্ধারনী (বিসিবি মেডিকেল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে এ বাছাই অনুষ্ঠিত হয়। বাছাইয়ে অনূর্ধ্ব-১৪ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগে খেলোয়াড়দের মেডিকেল সম্পন্ন করা হয়।

বিসিবির বয়স নির্ধারনী পরীক্ষায় উপস্থিত ছিলেন বিসিবির গেম এডুকেশন এডমিনিস্ট্রেটর রাসেদ ইকবাল, বিসিবি চিকিৎসক দেলোয়ার হোসেন।  এসময় বিসিবির জেলা কোচ মহিতোষ দেওয়ান উপস্থিত ছিলেন।