Advertisement

: দীপ্ত হান্নান : অাসন্ন ১ম বিভাগ ফুটবল লীগকে সামনে রেখে রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিকভাবে ফুটবল অনুশীলনী ক্যাম্প শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি চিং হ্লা মং স্টেডিয়ামে ক্লাবটির ক্যাম্প উদ্বোধন করেন মোহামেডান ক্লাবের সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম। এসময় ক্লাব কর্মকর্তা, খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ক্লাবের কর্মকর্তারা জানান, বিগ বাজেটের দল করতে না পারলেও অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রনে এবার ভাল দল করেছি। প্লেয়াররা ঠিকঠাক মত খেলতে পারলে লীগে ভাল রেজাল্ট অাসবে।