ছদক ক্লাবে দুই ঘানা, এক নাইজেরিয়ান ফুটবলার

4942
Advertisement

: দীপ্ত হান্নান : ্ উইন স্টার ক্লাবের পর  এবার চমক দেখিয়েছে ছদক ক্লাব। আজকের ম্যাচে তিন বিদেশিকে নিয়ে মাঠে নামছে বিগ বাজেটের ক্লাব বর্তমান চ্যাম্পিয়ন ছদক। শিরোপা প্রত্যাশী এ ক্লাবটি দলে ভিড়িয়েছেন নাইজেরিয়ান ফ্রাঙ্ক, ঘানার কস্টা ও ইসাকে। তারা ডিফেন্স, মিডফিল্ড ও ফরোয়ার্ডে খেলে থাকেন। আজকের ম্যাচে উইন স্টার ক্লাবের বিপক্ষে ছদকের হয়ে মাঠে নামবেন এই তিনজন।

ক্লাবটির সুত্রে জানা গেছে, তিন এই বিদেশি ঢাকার শেখ জামাল, আবাহনী,  মোহামেডান ও ফেনী সকারের হয়ে দীর্ঘদিন ধরে খেলে আসছেন। শিরোপা ধরে রাখার জন্য এবারও তিন বিদেশিসহ ছদক ভাল দল করেছে।

উদ্বোধনী ম্যাচে খেলতে তারা আজ সকালে রাঙ্গামাটি এসে পৌছেছেন। বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১ম বিভাগ ফুটবল লীগের ১ম ম্যাচে উইন স্টার ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন এই তিন বিদেশি।