
: ক্রীড়া প্রতিবেদক : সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন ডিএসএ,র নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এসময় নির্বাচিত কমিটিকে দীপংকর তালুকদারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শুক্রবার সকালে দীপংকর তালুকদারের বাসভবনে এ সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন তারা।
সৌজন্য স্বাক্ষাতের আলাপকালে, রাঙ্গামাটি ক্রীড়াঙ্গনে সাবেক এই পার্বত্য প্রতিমন্ত্রীর অবদান তুলে ধরে নবনির্বাচিত কমিটি আগামীতেও পাশে থেকে সহযোগিতা করে যাওয়ার অনুরোধ জানান।
দীপংকর তালুকদার এসময় ডিএসএ,র নেতৃবৃন্দকে, রাঙ্গামাটি ক্রীড়াঙ্গনের উন্নয়নে যা যা করার অতীতের মতই সবটাই করে যাওয়ার ব্যাপারে আশ্বস্থ করেন।
সৌজন্য স্বাক্ষাতে নব নির্বাচিত কমিটির সহ সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রীতম রায়, সাধারণ সম্পাদক শফিউল আজম, যুগ্ম সম্পাদক আবদুস সবুর, মিথুল দেওয়ানসহ কার্যকরী কমিটির সদস্য প্রদীপ বড়ুয়া, আবু তৈয়ব, তাপস চাকমা, আহমেদ হুমায়ুন কবির, আশীষ কুমার নব, বেনু দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন।