
শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অনূর্ধ্ব-১৮ রাঙ্গামাটি জেলা ক্রিকেট দলের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, যুগ্ম সম্পাদক মিথুল দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, কার্যনির্বাহী সদস্য প্রদীপ বড়ুয়া, আবু তৈয়ব, তাপস চাকমা, আহমেদ হুমায়ুন কবির, জয়জিৎ খীসা নতুন, আশীষ কুমার নব, ঝিনুক ত্রিপুরা, বেনু দত্ত, বালাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ মহিতোষ দেওয়ান।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকলে অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের সফলতা ও রাঙ্গামাটি জেলা বাসীর কাছে দোয়া কামনা করা হয়। পরে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।
রাঙ্গামাটি অনুর্ধ-১৮ দল : রাসেদুল ইসলাম শান্ত (অধিনায়ক), রুপায়ন বড়ুয়া, মোজাম্মেল হোসেন জনি, তাজওয়ার সাদেক বিজয়, এস এম আল মাহাদী তুরাগ, মুজাহিদুর রহমান, ইব্রাহিম খলিল শাফায়াত, মোঃ হাবিুবর রহমান, মোঃ আসিব বিন মনসুর, শাহাদাৎ হোসেন, রিয়াজ মার্মা, মোঃ শামিন কামাল, তাহমিদুল ইসলাম তমাল, তরিকুল ইসলাম মাহিন।