
: দীপ্ত হান্নান : হার দিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১ম বিভাগ ফুটবল লীগে যাত্রা শুরু করল মোহামেডান। মঙ্গলবার রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিভাস ক্লাবের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে মোহামেডান।
ম্যাচের পুরোটা জুড়ে দুই দলই আক্রমণ পাল্টা-আক্রমণ চালায়। উপভোগ্য এ ম্যাচে জয়ের কাঙ্খিত গোলটি আসে ২৮ মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সের জটলা থেকে প্রতিভাসের চনমিং পাংখোয়া গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ম্যাচে ফিরতে মরিয়া ছিল মোহামেডান। দু-দুটো সহজ সুযোগ নষ্ট করেছে তারা। তবে দুদলই দর্শকদের ভালো খেলা উপহার দিয়েছে। আক্রমন-পাল্টা আক্রমনে ব্যস্ত থাকলেও শুধুমাত্র ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচে গোলের সংখ্যা আর বাড়েনি কোন দলেরই। তাই, ম্যাচের শেষ বাঁশি অবধি এক গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় প্রতিভাসকে।
এদিন, ম্যাচে বেশি কিছু ভুল, অযথা সময় নষ্ট ও নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কারণে রেফারিং নিয়ে ক্ষোভ-আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে ক্লাব কর্মকর্তা, খেলোয়াড়দের।
বুধবারের খেলা ঃ বীর মুক্তিযোদ্ধা শহীদ শুক্কুর ক্লাব বনাম জেলা মুকুল ফৌজ (বিকাল ৩টা)