উইন স্টারের কষ্টার্জিত জয়

1227
Advertisement

: ক্রীড়া প্রতিবেদক : ১ম ম্যাচে জয়বিহীন অবস্থায় মাঠ ছাড়ার পর ২য় ম্যাচে অবশেষে জয়ের দেখা পেয়েছে উইন স্টার ক্লাব। ১ম বিভাগ ফুটবল লিগের গ্রুপ  এ র ম্যাচে শনিবার মোহামেডানের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে স্টেডিয়াম পাড়ার ক্লাবটি। লীগে ক্লাবটির প্রথম জয়। বিপরীতে মোহামেডান হেরেছে টানা দুই ম্যাচ।

১ম ম্যাচে শক্তিশালী ছদকের কাছে হেরে যাওয়ার পর দলের শক্তি বাড়িয়ে নিজেদের ২য় ম্যাচে মুখোমুখি হয় মোহামেডানের।  আগের বিদেশির সাথে আরো এক বিদেশি যোগ করে জয়ের উদ্দেশ্যেই খেলতে নেমেছিল উইন স্টার। আক্রমণ থেকে পাল্টা আক্রমনে ব্যতিব্যস্ত থাকে উভয় দলের সীমানা । তবে কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। অবশেষে ১ম অর্ধের ৩৫ মিনিটে  দুর্দান্ত এক গোল করে উইন স্টারকে ১-০ গোলের লিড এনে দেয় স্ট্রাইকার হেলাল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটে হেলালের পাশ থেকে টমাস চাকমা আরো এক গোল করে দলকে ২-০ তে লিড এনে দেয়।

ম্যাচের প্রথমার্ধে মোহামেডান কিছুটা অগোছালো খেললেও, দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে উঠে। মুহুর্মুহু আক্রমন হানাতে থাকে উইন স্টারের গোল পোস্টে। সুযোগও আসে বেশ কয়েকবার কিন্তু ফরোয়ার্ডরা সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের ৬৩ মিনিটে উইন স্টার ক্লাবের ডিফেন্সের ভুল বুঝাবুঝির কারণে মোহামেডান গোলের সুযোগ পেয়ে যায়। দলের স্ট্রাইকার জাহাঙ্গীর সুযোগ কাজে লাগিয়ে গোলের ব্যবধান ২-১ এ কমিয়ে আনেন। শেষ অবধি ঐ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উইন স্টার ক্লাব।

এ জয়ের ফলে লিগে উইন স্টারের পয়েন্ট সংখ্যা ২ ম্যাচে ৩ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে এখনও কোন পয়েন্ট পাননি মোহামেডান।

রবিবারের খেলা : সবুজ সংঘ ক্লাব বনাম জেলা মুকুল ফৌজ (বিকাল ৩টা)