মেসি-রোনাল্দো বিহীন এল ক্লাসিকো রোববার

1411
Advertisement
: ক্রীড়া ডেস্ক : মেসি-রোনাল্দো বিহীন এর ক্লাসিকো আগামী রবিবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯:১৫ মিনিটে। মুখোমুখি হবে দুই স্পেনিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ১১ বছর পর এবারই প্রথমবার কোনো এল ক্লাসিকো ম্যাচ হতে যাচ্ছে যেখানে নেই বর্তমান ফুটবল দুনিয়ার দুই সেরা ফূটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে ইঞ্জুরির কারণে খেলা হচ্ছে না মেসির। আর রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমিয়েছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। এছাড়াও এবারের এল ক্লাসিকো তে নেই বার্সেলোনা লিজেন্ড আন্দ্রেস ইনিয়েস্তা।
তাছাড়া ইঞ্জুরির কারণে এল ক্লাসিকো ম্যাচটি আরো মিস করবেন বার্সেলোনার সামুয়েল উমতিতি, থমাস ভারমালেন। এদিকে রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল, মার্সেলো ভিয়েরা এবং আরো অনেকেই।