মুকুলকে হারিয়ে লড়াইয়ে ঠিকে থাকল সবুজ সংঘ

1480
Advertisement

: দীপ্ত হান্নান : নিজেদের দ্বিতীয় ম্যাচে গুরুত্বপুর্ণ জয় পেয়েছে সবুজ সংঘ ক্লাব। রোববার বিকেলে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগে মুকুল ফৌজকে ১-০ গোলে পরাজিত করে লীগ লড়াইয়ে ঠিকে থাকল ক্লাবটি।

এক পয়েন্ট সঞ্চয় নিয়ে শুরু করা সবুজ সংঘ এদিন জয়ের জন্য মরিয়া হয়ে উঠে। কর্দমাক্ত মাঠে খেলার প্রথমার্ধ গোলশুন্যতে শেষ হলেও দ্বিতীয়ার্ধে ২৯ মিনিটেই আসে কাঙ্খিত গোলটি। কর্নার থেকে উড়ে আসা বলে নিক্সন চাকমা গোল করে সবুজ সংঘ ক্লাবকে এগিয়ে রাখে। গোল ব্যবধান বাড়ানোর আরো কিছু সহজ সুযোগ হাতছাড়া করে ক্লাবটি। উল্টোপিঠে, গোলশোধ করতে মরিয়া হয়ে উঠে মুকুল ফৌজ। বেশ কিছু অগোছালো আক্রমনও হানে প্রতিপক্ষের সীমানায়। কিন্তু গোল আদায় করতে ব্যর্থ হয়।ফলে, ১-০ গোলের লিড নিয়ে পুর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সবুজ সংঘ।

এ জয়ে দু্ই ম্যাচ শেষে সবুজ সংঘের পয়েন্ট চার। প্রথম ম্যাচে তারা ব্রাদার্সের সাথে ড্র করে। অন্যদিকে প্রথম ম্যাচে মোহামেডানকে হারানো মুকুল ফৌজের দুই ম্যাচ শেষে পয়েন্ট সংখ্যা তিন।

শুক্রবারের ম্যাচ ঃ রাইজিং স্টার ক্লাব বনাম প্রতিভাস ক্লাব (বিকাল ৩টা)