টানা দুই জয়ে ছদকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রতিভাস

1241
Advertisement
: দীপ্ত হান্নান :  লীগের ২য় ম্যাচে এসেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রাইজিং স্টার ক্লাবকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এদিন তারা হেরেছে প্রতিভাসের কাছে। বিপরীতে টানা দুই ম্যাচ জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় ছদকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রতিভাস ক্লাব।
সোমবার  রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১ম বিভাগ ফুটবল লীগের খেলায় রাইজিং স্টার ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেছে তবলছড়ি এলাকার ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধের একেবারে অন্তিম মুহুর্তে জয়সুচক গোলটি করেন প্রতিভাসের রুমেল দেওয়ান।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য  বিস্তার করে খেলে প্রতিভাস। শুধু পরিকল্পিত আক্রমনে যেতে পারেনি ক্লাবটি বৃস্টি ভেজা কর্দমাক্ত মাঠের কারণে। তবুও প্রথমার্ধের ৪০ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করে রুমেল দেওয়ান দলকে লিড
এনে দেন। ওটািই ম্যাচের জয়সূচক গোল। শক্তির বিচারে পিছিয়ে থাকা রাইজিং স্টার নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি এদিনও । তারপরও ম্যাচে ফেরার সহজ সুযোগ নষ্ট করেছে চোখের পলকে। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে পেনালিট পায় তারা। কিন্তু রাইজিং এর শুভ মঙ্গল চাকমা গোল করতে ব্যর্থ হয় প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেয়ায়।
রাইজিং স্টার এ সুযোগটা কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত। যদিও বা এরপরে প্রতিভাস প্রতিপক্ষের গোলবারে একাধিক আক্রমন চালিয়েও গোল ব্যবধান বাড়াতে পারেনি।  শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই মাঠে ছাড়ে প্রতিভাস।
এ জয়ে প্রতিভাসের দুই ম্যাচ শেষে পয়েন্ট সংখ্যা ছয়। গ্রুপের পয়েন্ট তালিকায় ছদকের ঘাড়ে নিঃস্বাশ ফেলছে ক্লাবটি। অন্যদিকে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি রাইজিং স্টার ক্লাব। দুই ম্যাচের দুটি পরাজয় নিয়ে এখনও পয়েনট তালিকার তলানীতে।
মঙ্গলবারের খেলা ঃ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর বনাম আবাহনী ক্রীড়া চক্র (বিকাল ৩টা)