
: ক্রীড়া প্রতিবেদক : ম্যাচে মেসি থাকলে রিয়ালের কি অবস্থা হত? তাবৎ দুনিয়ার ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে এ প্রশ্নটি। মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে মেসিকে ছাড়াই সুয়ারেজরা যেভাবে রিয়ালকে চড়কির মত ঘুরাল, দলের প্রানভোমরা মেসি খে ললে কি হত?
অনেকে ভেবেছিল, মেসিবিহীন বার্সা পাত্তাই পাবেনা রিয়ালের সামনে।কিন্তু উরুগুয়ে তারকা লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে একেবারে উড়িয়ে দিল বার্সেলোনা।
রবিবার নিজেদের মাঠ কাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলের এক নম্বরে উঠে এসেছে কাতালান ক্লাবটি। হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। বাকি দুটি গোল করেছেন ফিলিপে কৌতিনিয়ো ও আর্তুরো ভিদাল। রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন মার্সেলো।
চলতি মৌসুমে এই নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল স্পেন সেরা লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।