Advertisement

:ক্রীড়া প্রতিবেদক : বগাছড়ি ক্রিকেট ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে মোঃ রনির অনবদ্য শতকে জয় পেয়েছে ইসলামপুর একতা ক্লাব। শুক্রবার বগাছড়ি আল-আমিন নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বগাছড়ি ক্রিকেট ক্লাবকে তারা ৮১ রানে পরাজিত করে।
প্রথমে ব্যাট করে ইসলামপুর একতা ক্লাব ২০ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান টার্গেট ছুড়ে দেয় বগাছড়ি ক্রিকেট ক্লাবকে। দলের মোঃ রনি ১৩০, ওবায়দুল ৩৩ রান করেন। বগাছড়ির সোহেল ৩, মনির হোসেন ও মিজানুর রহমান ২ টি করে উইকেট নেন।জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইসলামপুরের হাসানের বিধ্বংসি বোলিংয়ে বগাছড়ি ক্রিকেট ক্লাব ১৮.৩ ওভারে ১৬৪ রান তুলে অল আউট হয়ে যায়। দলের নূরউদ্দিন ৭৯, নুরইসলাম ২০, মিজানুর রহমান ১২ রান করেন। বিজয়ী দলের হাসান ৫, রবিউল ২ টি উইকেট নেন।
আন্তঃসম্পর্ক বৃদ্ধি ও ক্রিকেটের মানোন্নয়নের লক্ষ্যে এ প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।