Advertisement

: ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৫ এর শিরোপা জিতেছে বাংলাদেশের কিশোরেরা। নেপালের আনফা কমপ্লেক্সে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ দল। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি ১-১ গোলে ড্র ছিল।
স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে সেমিফাইনালের মতো ফাইনালেও বাংলাদেশ দলের হিরো হয়েছেন গোলরক্ষক মেহেদী হাসান। আজও তিনি দারুণ দক্ষতায় প্রতিপক্ষের তিন-তিনটি শট ফিরিয়ে দিয়েছেন। সেমিফাইনালেও ভারতের বিপক্ষে এই গোলরক্ষকের বীরত্বে জিতেছিল বাংলাদেশ।
এরআগে ২০১৭ সালে দ্বিতীয় আসরে নেপালের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল। এক বছর পর আবারো শিরোপা ঘরে তুললো বাংলাদেশের কিশোররা।