অর্থ নয়, উদ্যোগের অভাবে ফুটবল লীগ অনিয়মিত : নব বিক্রম কিশোর ত্রিপুরা

1314
Advertisement

: দীপ্ত হান্নান : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়াম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, অর্থের অভাবে নয়, উদ্যোগের অভাবে ফুটবল লীগ অনিয়মিত ছিল। যদি সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা উদ্যোগী হতো, তাহলে অর্থের অভাব সামনে আসতো না।

শুক্রবার রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১ম বিভাগ ফুটবল লীগের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নব বিক্রম কিশোর বলেন, ফুটবল লীগ নিয়মিত চালানোর জন্য উদ্যোগী হতে হবে। অর্থ নিয়ে ভাববেন না, উন্নয়ন বোর্ড সবসময় পাশে থাকবে। একসময় ফুটবলের জাতীয় অঙ্গনে রাঙ্গামাটির খেলোয়াড়রা সুনামের সাথে খেলেছে। এখন তাঁর ছিটেফোঁটাও নেই। এমনকি ঢাকার কোন লীগে কোন খেলোয়াড় খেলছে বলে আমার জানা নেই। নিয়মিত ফুটবল না হলে, খেলোয়াড় সংকট আরো দীর্ঘ হবে।

তিনি আরো বলেন, শুধু ফুটবল নয়, অন্যান্য ইভেন্টের দিকে মনোযোগ দিতে হবে। পার্বত্যাঞ্চলের ক্রীড়া উন্নয়নে উন্নয়ন বোর্ড সবসময় পাশে থাকবে। বক্তব্য তিনি, ১ম বিভাগ ফুটবল লীগ প্রতিবছর চালানোর জন্য জেলা ক্রীড়া সংস্থার পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।

প্রসঙ্গত: বেশ কয়েক বছর ধরে পার্বত্যাঞ্চলের ক্রীড়া অবকাঠামো তৈরির পাশাপাশি রাঙ্গামাটি ১ম বিভাগ ফুটবল লীগের অর্থায়ন করে আসছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি রাঙ্গামাটি মারী স্টেডিয়ামের জিমনেশিয়াম, কনফারেন্স রুমসহ গ্যালারী নির্মানে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছে।