Advertisement

এই টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী ক্লাব, সংগঠন ও প্রতিষ্ঠানকে আগামী ২৮ জানুয়ারী ২০১৯ এর মধ্যে নাম নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে। এন্ট্রি ফি ধরা হয়েছে ২,০০০/- (দুই হাজার) টাকা।
টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন, রানার আপ, ফেয়ার প্লে, ম্যান অব দা ম্যাচ, ম্যান অব দা টুর্নামেন্ট, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার, সেরা কিপারসহ আকর্ষনীয় পুরষ্কার রাখা হয়েছে।
যোগাযোগ – মোঃ হান্নান, আহবায়ক, টুর্ণামেন্ট পরিচালনা কমিটি-০১৮২৪৫৪৫২৫৮, বেঙ্গল প্লাস্টিক, আবাহনী ক্লাবের পাশে, রিজার্ভ বাজার-০১৮২০৩৬১৮৫৭, ওয়ালটন শো রুম, মসজিদ মার্কেট (২য় তলা), রিজার্ভ বাজার-০১৮৭৩৭৬৪০১০