উন্নয়ন বোর্ডের মাউন্টেইন বাইক প্রতিযোগিতা কাল

1347
Advertisement
: দীপ্ত হান্নান :  পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং মাউন্টেইন বাইক প্রতিযোগিতাকে জনপ্রিয় করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারী, রবিবার রাঙ্গামাটিতে মাউন্টেইন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ঔদিন সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়াম চত্ত্বর থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ও  বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম জানান,  আগামী ২৪ ফেব্রুয়ারী রবিবার মাউন্টেইন বাইক প্রতিযোগিতা সকাল ৮ টায় রাঙ্গামাটি মারী স্টেডিয়াম চত্ত্বর থেকে শুরু হয়ে রাঙ্গাপানি-আসামবস্তি রোড-কাপ্তাই সুইডিশ টাচ করে আবার আসামবস্তি-কাপ্তাই রোড ধরে তবলছড়ি-বনরুপা হয়ে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় তিন পার্বত্য জেলার ১৫জন ছাড়াও সর্বমোট ২৫ প্রতিযোগি অংশ নিচ্ছে।