বলাকা ক্লাবের দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

1810
Advertisement
: ক্রীড়া প্রতিবেদক : বলাকা ক্লাবের ঘরোয়া দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে।

গত শনিবার রাতে গর্জনতলীর ক্লাবের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কানিপ সদস্য মোঃ আবু তৈয়ব। এসময় ক্লাবের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আবু তৈয়ব বলেন, সমাজে অবক্ষয় রোধ করতে খেলাধুলার কোন বিকল্প নেই। যত বেশি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে, তত বেশি যুব সমাজ সম্পৃত্ত থাকবে। এতে করে আড্ডা, মাদক, ইভটিজিং থেকে সমাজ রক্ষা পাবে।  তিনি এজন্য বলাকা ক্লাবের সকলকে ধন্যবাদ জানান।

শেষে তিনি ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন ও রানার আপ জুটিকে আর্থিক পুরষ্কার প্রদান করার পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রপি তুলে দেন।  প্রতিযোগিতায় ঝিনুক-দীপু জুটি চ্যাম্পিয়ন এবং সাজু-রায় জুটি রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।