
: ক্রীড়া প্রতিবেদক : জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম বলেছেন, অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলা ভাষা, এই বাংলাদেশ। আমরা আজ বাঙ্গালী জাতি হিসেবে গর্বিত এবং সারাবিশ্বে সমাদৃত। তাই যতদিন এ পৃথিবী থাকবে মাতৃভাষা বাংলাকে বুকে ধারণ করে চলতে হবে। বাংলাই হবে আমাদের চলন-বলনের ধারক-বাহক।
বুধবার স্থানীয় ক্রীড়া সংগঠন বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের রচনা প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্চাসেবকলীগের সহ সভাপতি শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুস সবুর প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক মোঃ শহীদুল ইসলাম।
পরে অতিথিবৃন্দ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন।