
॥ ক্রীড়া প্রতিবেদক ॥ “লেখাপড়া শিখে মোরা, উঠব হয়ে দেশের সেরা” প্রতিপাদ্যকে বুকে ধারণ করে জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি পূনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে পুরষ্কার বিতরণ ও অতিথি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনসার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল হক, উপজেলা ইউ আর সি ইন্সট্রাক্টর মোঃ সরওয়ার কামাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
বগাছড়ি ক্রিকেট ক্লাবের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ী এবং বিজীতদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দেয়া হয়।