প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া

1280
Advertisement

॥ ক্রীড়া প্রতিবেদক ॥  জেলার প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে পুরষ্কার বিতরণ ও অতিথি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের ইনস্টিটিউটের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিটেনডেন্ট মোহাম্মদ সারোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ  প্রফেসর মোঃ মঈন উদ্দীন।

এর আগে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে প্রশিনার্থীরা অংশগ্রহণ করের। পরে বিজয়ী এবং বিজীতদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দেয়া হয়।