বরকলে হ্যান্ডবল প্রতিযোগিতা

1511
Advertisement

: ক্রীড়া প্রতিবেদক : রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার বরকল উপজেলায় সুবলং উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ছাত্রদের অংশ গ্রহনে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তিনটি বিদ্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনালে বিলছড়া উচ্চ বিদ্যালয় সুবলং উচ্চ বিদ্যালয়কে ৬ -০ গোলে পরাজিত করে বিলছড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার অন্য দলটি হচ্ছে বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়। বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাবু আশীষ চাকমা (বিপিএড্), বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু শিশির কুমার চাকমা ও বরকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রনেল চাকমা প্রতিযোগীতা পরিচালনার দায়িত্বে ছিলেন।

সুবলং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অনন্ত বিকাশ চাকমা প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা ক্রীড়া অফিসার বাবু স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুবলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উতংক মনি চাকমা উপস্থিত ছিলেন।