
: ক্রীড়া প্রতিবেদক, খাগড়াছড়ি: জেলার মানিকছড়ি উপজেলায় অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যোগ্যাছোলা তরুণ সংঘ। মঙ্গলবার স্থানীয় ছাত্রলীগের আয়োজনে টুর্ণামেন্টের ফাইনালে মানিকছড়ি একতা যুব সংঘকে ১২ রানে পরাজিত করে।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
এদিন খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে যোগ্যাছোলা তরুণ সংঘ নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান করেন। জবাবে একতা যুব সংঘ সমান সংখ্যক ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম. এ জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টের সেরা খেলোয়ার, সেরা বোলার ও ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হন যোগ্যাছোলা তরুণ সংঘ’র মো. হাসান। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ‘নবজাগরণ’র মো. ওবায়েদ।