কাটাছড়ি ফুটবলে গুইছড়ি চ্যাম্পিয়ন

1300
Advertisement

: ক্রীড়া প্রতিবেদক: কাটাছড়ি ফুটবল টুর্ণামেন্টের শিরোপা জিতেছে গুইছড়ি পপুলার স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে টুর্ণামেন্টের ফাইনালে টাইব্রেকে তারা ৫-৪ গোলে কাটাছড়ি কলাবুনিয়া বইয়ু চারুম পাঠাগার একাদশকে কে পরাজিত করে। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র ছিল। স্থানীয় মাঠে কাটাছড়ি স্পোর্টিং ক্লাব এ ‍টুর্ণামেন্টের আয়োজন করে।

রাঙ্গামাটি পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আকবর হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এদিন পুরস্কার বিতরণ করেন।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কাটাছড়ি স্পোর্টিং ক্লাবের সভাপতি রাজেশ দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, জেলা দলের ফুটবলার রতন বড়ুয়া প্রমুখ।

ফাইনালে ম্যান অব দা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন কাটাছড়ির ইমন জ্যোতি চাকমা। টুর্ণামেন্টে মোট ১০টি দল অংশ নেয়।