
:দীপ্ত হান্নান : রাঙ্গামাটি সদরে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের বঙ্গবন্ধু ও বালিকাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
এতে বালকদের গ্রুপে বালুখালী ইউনিয়নের কিল্লা পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের গ্রুপে মগবান ইউনিয়নের কেরেটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বৃহস্পতিবার সকালে জেলা মারী স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী দিনে প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা,র সভাপতিত্বে অন্যদের মাঝে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ অালম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপসী চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টের ফাইনালে বালিকাদের খেলায় কেরেটকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে মোনতলা সুর্যকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অন্যদিকে বালকদের খেলায় কিল্লা পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সাপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।