Advertisement

: ক্রীড়া প্রতিবেদক : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জুনিয়র (অনুর্ধ ১৬) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খুব শীঘ্রই রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে শুরু হবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতা ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় উক্ত টুর্নামেন্টে জেলার সকল ক্লাব বা সংগঠনকে আগামী ৫ সেপ্টেম্বর,২০১৯ তারিখের মধ্যে ২ হাজার টাকা এন্ট্রি ফি জমা দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল অাজম অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য যে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ টুর্ণামেন্ট মাঠে গড়াবে।