
: ক্রীড়া প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনূর্ধ্ব ১৭ উপজেলা পর্যায়ের খেলা মঙ্গলবার বিলাইছিড়িতে শুরু হয়েছে।
ঔদিন বিলাইছড়ি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল এস এম নাইমুল হক পিএসসি।
উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিরোত্তম তংচঙ্গা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ অালী, বিলাইছড়ি অাওয়ামী লীগ সভাপতি অংসাখই মার্মা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল অাজম প্রমুখ।
উদ্বোধনী খেলায় বিলাইছড়ি ইউনিয়ন ৫-০ গোলে ফারুয়া ইউনিয়নকে পরাজিত করেছে। বিজয়ী দলের হয়ে সোহাগ বাবু মারমা হ্যাট্রিকসহ চার গোল করেন। অপর গোলটি করেন মঙ্গল জয় তংচঙ্গা।