বঙ্গবন্ধু ফুটবলে কাপ্তাইয়ে চ্যা‌ম্পিয়ন কাপ্তাই ইউপি

989
Advertisement

: ঝুলন দত্ত, কাপ্তাই : কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্হার সহযোগিতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই ইউনিয়ন পরিষদ।

রবিবার(১৫ সেপ্টেম্বর) স্হানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনু‌ষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে চিৎমরম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পুরষ্কার বিতরণী‌ অনুষ্ঠা‌নে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাইছার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা।

এসময় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বির্দশন বড়ুয়া, কার্যকরী সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন সহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণ।

খেলা পরিচালনা করেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু এবং সহকারী ছিলেন শিক্ষক কল্যান তনচংগ্যা ও স্বপন কুমার দাশ। টুর্নামেন্টে কাপ্তাই উপ‌জেলার ৫ টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের দল অংশ নেয়।