
: দীপ্ত হান্নান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ( অনুর্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা ( অনুর্ধ-১৭) জেলার ফাইনাল খেলা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ঐদিন পুরষ্কার বিতরণ অনুষ্টানে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার ( অতিরিক্ত সচিব) পরিচালক দীপক চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ সমাপনী অনুষ্ঠানে ক্রীড়ামোদি সকলকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার অামন্ত্রন জানিয়েছেন।
টুর্নামেন্টের ফাইনালে দুপুর ২টায় জুরাছড়ি উপজেলা বালিকা দল কাউখালী উপজেলা বালিকা দলের মোকাবেলা করবে। বিকেল ৩টায় রাঙ্গামাটি পৌরসভা বালক দল রাজস্থলী উপজেলা বালক দলের মোকাবেলা করবে।
জেলা পর্যায়ে রাঙ্গামাটি পৌরসভাসহ ১০ উপজেলার বালক ও বালিকার ২২টি ফুটবল দল অংশ নেয়।