কাবা‌ডি‌তে দেশ সেরা জুরাছ‌ড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়

2093
Advertisement

: ক্রীড়া প্র‌তি‌বেদক : ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় কাবাডি প্রতিযোগিতায় দেশ সেরার খেতাব অর্জন ক‌রে‌ছে জুরাছ‌ড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়।

বুধবার সকা‌লে প্র‌তি‌যো‌গিতার চুড়ান্ত খেলায় ঢাকা অঞ্চ‌লের চ্যা‌ম্পিয়ন দল‌কে তারা ১৯-১৭ প‌য়ে‌ন্টে পরা‌জিত ক‌রে এ গৌরব অর্জন ক‌রে।

‌বিদ্যাল‌য়ের এমন সাফ‌ল্যে প্রধান শিক্ষক শা‌ন্তিময় চাকমা ভীষন খু‌শি, তি‌নি এ জয়‌কে রাঙ্গামা‌টিবাসীর জয় হি‌সে‌বে অ‌ভি‌হিত ক‌রে ব‌লেন, গত একবছ‌রের অক্লান্ত প‌রিশ্র‌মের ফসল এ সাফল্য।