
: ক্রীড়া প্রতিবেদক : গণ সংবর্ধনায় সিক্ত হলেন জাতীয় স্কুল ক্রীড়া কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। জুরাছড়ির সর্বস্তরের জনগণ এ গণসংবর্ধনায় অংশ নেন।
এই মেয়েরা ৪৮তম গ্রীস্মকালীন জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় সারাদেশের বাঘা বাঘা বিদ্যালয়কে পরাজিত করে জেলার জন্য এ সুনাম বয়ে অানে। অনুষ্ঠানে দেশাত্মবোধক গানে চ্যাম্পিয়ন প্রজ্ঞা চাকমাকেও সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার কাবাডির চ্যাম্পিয়ন দল জুরাছড়িতে পৌছালে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ তাদের ফুল দিয়ে বরন করে নেন। পরে লঞ্চঘাট থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত পুরো রাস্তার দুপাশ জুড়ে জুরাছড়িবাসী ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তারা জুরাছড়ি উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি।
অতিথি হিসেবে ছিলেন, জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা, ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা এবং ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দীপ উজ্জল চাকমা, এবং ক্রীড়া শিক্ষক শান্তিময় চাকমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অর্জন শুধু পুরো রাঙ্গামাটিবাসীর গর্ব নয় সারা বাংলাদেশের গর্ব। রাঙ্গামাটি জেলা জুরাছড়ি উপজেলা দুর্গম এলাকা থেকে জাতীয় পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা চাই খেলাধুলার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে।
পরে প্রধান অতিথি লে: কর্ণেল মাহমুদুল হাসান জাতীয় পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া ছাত্রীদেরকে ১৫ হাজার টাকা প্রদান করেন।