
: ক্রীড়া প্রতিবেদক: টাইব্রেকারে বিএম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ডিএসএ বয়স ভিত্তিক ফুটবলের শিরোপা ঘরে তুলেছে বড়গাঙ স্পোর্টিং ক্লাব।
রাঙ্গামাটিজেলা ক্রীড়া সংস্থার অায়োজনে বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে বড়গাঙ ৩-১ গোলে বিএম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ড্র ছিল।
রাঙ্গামাটি অাসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। একই সময় স্কুল ক্রীড়ার কাবাডি প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দেরও সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে পুলিশ সুপার অালমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এড.মামুনুর রশিদ মামুন, প্রীতম রায়, বরুন দেওয়ান, সাধারন সম্পাদক শফিউল অাজম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা নিরুপা দেওয়ানসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সেরা গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন চ্যাম্পিয়ন দলের ডান্টু চাকমা।