রাঙ্গামা‌টি‌তে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রি‌কেট শুরু

1421
Advertisement

‌: ক্রীড়া প্রতিবেদক: জেলা সদ‌রের চার স্কু‌লের অংশগ্রহ‌ণে শুরু হ‌য়ে‌ছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট। শুক্রবার সকা‌লে রাঙ্গামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে পৌর মেয়র ও ক্রি‌কেট উপ প‌রিষ‌দের অাহবায়ক অাকবর হো‌সেন চৌধুরী প্র‌তি‌যো‌গিতার উ‌দ্বোধন ক‌রেন।

এসময় ‌জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রি‌কেট উপ প‌রিষ‌দের সদস্য স‌চিব মিথুল দেওয়ান, সদস্য ফজলুর র‌শিদ সে‌লিম, রমজান অালী, বেনু দত্ত ও মোঃ হান্নান প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

উদ্বোধনী খেলায় মুজা‌দ্দেদী অাল ফেসানী ৭ উই‌কে‌টে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়‌কে পরা‌জিত করে। ট‌সে জি‌তে রানী দয়াময়ী ২৮ ওভা‌রে ৮৭ রা‌নে অল অাউট হ‌য়ে যায়। জবা‌বে ১৭ ওভা‌রে ৩ উই‌কেট হা‌রি‌য়ে জ‌য় তু‌লে নেয় মুজা‌দ্দেদী অাল ফেসানী। ম্যান অব দা ম্যাচ হন বিজয়ী দ‌লের রা‌সেদুল ইসলাম।

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি ও পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেড।