
: ক্রীড়া প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁও বন্ধ। এতে করে স্বল্প আয়ের মানুষ অনেকটা বেকার হয়ে পড়েছে। দৈনিক মজুরিতে কাজ করা এসব মানুষের দুঃখ লাগবে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল অাজম।
বৃহস্পতিবার রাঙামাটির রিজার্ভ বাজারের অাব্দুল অালী সংলগ্ন এলাকার নিম্নআয়ের ৫০ পরিবারের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য তুলে দেন তিনি।
এ বিষয়ে অাজম বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়ছে। এই রোগ প্রতিরোধে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যার যার জায়গা থেকে করোনাভাইরাস প্রতিরোধ করতে হবে। আমি মনে করি, এখন সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।’
এর অাগে গত সোমবারে শহরের ইসলামপুর এলাকায় দেড়শত পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল হতে ত্রান সামগ্রী বিতরণ করেন ডিএসএ সেক্রেটারী শফিউল অাজম।