
: ক্রীড়া প্রতিবেদক: করোনায় ঘরবন্দি অসহায়-দুঃস্থ ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)। জেলা ফুটবল দলের ২০ জন ফুটবলারকে অার্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএফএ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো।
সাইফুল ইসলাম ভুট্টো বলেন, করোনার কারণে খেলা বন্ধ থাকায় শুধুমাত্র খেলার ওপর নির্ভরশীল খেলোয়াড়রা খুবই কষ্টে অাছে। তাই অামরা অর্থ সহায়তার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করছি। এভাবে যদি ক্রীড়াঙ্গনের স্বচ্চল ব্যক্তিরা এগিয়ে অাসলে অসহায় ক্রীড়াবিদদের দুর্দশা লাগব হবে।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ অাব্দুর সবুর ও জেলা ফুটবল দলের খেলোয়াড় মোঃ হানিফ ডিএফএ,র পক্ষে অসহায় খেলোয়াড়দের কাছে এসব অর্থ পৌছে দেন। এদিন প্রতি খেলোয়াড়কে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।