সাই‌ক্লিস্ট‌দের ৩০০ কি‌লো‌মিটা‌রের চ্যা‌লেঞ্জ শুরু

1070
Advertisement

: ক্রীড়া প্র‌তি‌বেদক : ১০০ জন সাই‌ক্লিস্ট এর ৩০০ কি‌লো‌মিটা‌রের চ্যা‌লেঞ্জ শুরু পাহা‌ড়ের অন্যতম পর্যটন স্পট সা‌জে‌কের বুক থে‌কে। তিন পার্বত্য জেলার চিরন্তন সৌন্দ‌র্য্যের উচু নিচু অসংখ্য ‌বিপদ সংকুল পাহাড়ের অাঁকাবাকা পথ পা‌ড়ি‌ দি‌বে এসব অ্যাড‌ভেঞ্চার প্রিয় সাইক্লিস্টরা। ৩০ ডি‌সেম্বর বান্দরা‌নের থান‌চি‌তে গি‌য়ে ই‌তি টান‌বে রোমাঞ্চকর এ অ‌ভিযাত্রা।

জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন এবং পার্বত্য অঞ্চলকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলার লক্ষ্য নি‌য়ে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি (মাউন্টেনবাইক) চ্যালেঞ্জ প্র‌তি‌যো‌গিতা অা‌য়োজন করা হ‌য়ে‌ছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ‌সোমবার সকা‌লে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি (মাউন্টেনবাইক) চ্যালেঞ্জ উ‌দ্বোধন ক‌রেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সফিকুল আহম্মদ এর সভাপ‌তি‌ত্বে উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকার তালুকদার, খাগড়াছ‌ড়ির সাংসদ ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি বি‌জি‌বি সেক্টর কমান্ডার কর্নেল এ এস এম ফয়সাল, খাগড়াছ‌ড়ি বি‌জি‌বি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আল, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান নুরুল অালম নিজামী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মীর মোদদা‌চ্ছের হো‌সেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ প্রমূখ।

অা‌য়োজক সু‌ত্রে জানা গে‌ছে, এ প্র‌তি‌যো‌গিতা ২৮ ডি‌সেম্বর সাজেক থেকে শুরু হ‌য়ে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও ৩০ ডি‌সেম্বর বান্দরবানের থান‌চি গি‌য়ে শেষ হ‌বে। এবা‌রের বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জে তিন পার্বত্য জেলা থেকে ৪৫ জন এবং দেশের অন্যান্য জেলা থেকে ৫৫ জনসহ সর্বমোট ১০০ জন ক্রীড়াপ্রেমী সাইক্লিস্টস অংশ নি‌চ্ছে। পুরস্কার হি‌সে‌বে চ্যাম্পিয়নঃ ৩ লক্ষ টাকা, প্রথম রানারআপঃ ২ লক্ষ টাকা, দ্বিতীয় রানারআপঃ ১ লক্ষ টাকা, বিশেষ পুরস্কারসমূহঃ ১.৫০ লক্ষ টাকাসহ সকল প্রতিযোগীদের সার্টিফিকেট, মেডেল/ক্রেস্ট প্রদান করা হবে।