
স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অায়োজিত বঙ্গবন্ধু অান্তঃ উপজেলা মহিলা হ্য্যান্ডবল প্রতিযোগিতায় অপরাজিত চ্য্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি সদর উপজেলা।
প্রতিযোগিতার ফাইনালে সদর উপজেলা ১৬-৯ গোলে রাঙামাটি পৌরসভাকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। ২৯ গোল করে প্রতিযোগিতার সেরা গোলদাতা হন রাঙামাটি সদরের তিশা চাকমা।
শনিবার বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি অাসনের সাংসদ দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজীতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এসময় ডিজিএফঅাই কর্ণেল জিএস ইরফান ইবনে রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল অাজম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নিরুপা দেওয়ানসহ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পৃষ্টপোষকতা ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় রাঙামাটি পৌরসভাসহ ৫টি উপজেলা অংশ নেয়। চ্যাম্পিয়ন সদর উপজেলা গ্রুপে নানিয়ারচর উপজেলাকে ২২-১ গোলে ও কাউখালী উপজেলাকে ১৪-১ গোলে পরাজিত করে।