রাঙামা‌টি‌তে শুরু হ‌তে যা‌চ্ছে ১ম ফুটসাল (ফুটবল) টুর্ণা‌মেন্ট

1022
Advertisement

 :স্পোর্টস রি‌পোর্টার : রাঙামা‌টির প্রয়াত ক্রীড়া‌বিদ‌দের স্মর‌ণে এবং ফুটব‌লের জাগরণ, প্রচার-প্রসা‌রে রাঙামা‌টি‌তে ১ম বা‌রের মত শুরু হ‌তে যা‌চ্ছে লি‌জেন্ড ফুটবলার স্মৃ‌তি ফুটসাল (ফুটবল) টুর্না‌মেণ্ট-২১। নবগ‌ঠিত বৃহত্তর রিজার্ভ বাজার খে‌লোয়াড় স‌মি‌তির উ‌দ্যো‌গে এ টুর্ণা‌মেন্ট প‌রিচা‌লিত হ‌বে।

জু‌নের মাঝামা‌ঝি সম‌য়ে বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ অাব্দুস শুক্কুর মা‌ঠে এই টুর্ণা‌মেন্ট মা‌ঠে গড়া‌বে। উন্মুক্ত পদ্ধ‌তির এ টুর্ণা‌মে‌ন্টে দল/ ক্লাব  অংশগ্রহন ফি ধরা হ‌য়ে‌ছে ২,০০০( দুই হাজার) টাকা। জমা দি‌তে হ‌বে ১২ জু‌নের ম‌ধ্যেই।

টুর্না‌মেন্ট ক‌মি‌টির অাহবায়ক রা‌জিব ত্রিপুরা মিল্টন জানান, ফুটসা‌লের অাদ‌লে এ টুর্ণা‌মেন্ট প‌রিচা‌লিত হ‌বে। হ্যান্ডবল গোলবা‌রে খেলা হ‌বে। প্র‌তিদল ৯ জন খে‌লোয়াড় রে‌জিস্ট্রেশন কর‌াতে পা‌রবে। মা‌ঠে নাম‌বে ৬ জন। টুর্ণা‌মে‌ন্টে যে‌কোন খে‌লোয়াড় তার দ‌লের হ‌য়ে অংশ নি‌তে পার‌বে।

টুর্না‌মেন্ট ক‌মি‌টির সদস্য স‌চিব মোঃ শাহজাহান ব‌লেন, টুর্ণা‌মেন্টের প্রস্তু‌তি ও সফল কর‌তে প্রতি‌দিন বৈঠ‌কে বস‌ছি। খু‌টিনা‌টি বিষয় নি‌য়েও অা‌লোচনা কর‌ছি। অাশা কর‌ছি, সক‌লের সহ‌যো‌গিতায় জমজমাট এক‌টি টুর্না‌মেন্ট উপহার দি‌তে পার‌বো।