
: স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিবসটি উপলক্ষে এসব ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অায়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অাব্দুর রশিদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নানসহ সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিয়োজিত ছিলেন। তিনি দেশকে অনেক ভালোবাসতেন। এ দেশের ক্রীড়াঙ্গনেও শেখ কামাল আধুনিকতার সূচনা করে গেছেন। এ দেশের মানুষের হৃদয়ে শেখ কামাল অনন্তকাল বেঁচে থাকবেন ।
এদিন সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও রাঙামাটি শিশু সদনে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। ক্রীড়া সামগ্রীর মধ্যে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্যারম, দাবা, লুডু বিতরন করা হয়।