
: স্পোর্টস রিপোর্টার : মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় বঙ্গবন্ধু ফুটবলে জয় পেয়েছে রাঙামাটি বালক দল। তবে বঙ্গমাতাতে গো হারা হেরেছে বালিকা দল।
গত ১৭ অাগস্ট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।
বুধবার সকালে এমএ আজিজ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবলে বালকদের খেলায় রাঙামাটি ৩-১ গোলে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে শুভসুচনা করেছে। দলের পক্ষে থোয়াইনু মারমা ২টি ও
দলের অধিনায়ক ইমন জ্যেতি চাকমা ১টি গোল করেন। অাগামী ২২ অাগস্ট কোয়ার্টার ফাইনালে চাঁদপুর জেলার সাথে মুখোমুখি হবে।
অপরদিকে, বঙ্গমাতা বালিকাদের খেলায় খাগড়াছড়ির কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে গো হারা হেরেছে রাঙামাটি। অভিযোগ উঠেছে, রাঙামাটি জেলার মহিলা ফুটবলারদের চারনভুমি কাউখালী উপজেলার প্রথম সারির কয়েকজন ফুটবলার নিজ জেলার হয়ে না খেলে খাগড়াছড়ির হয়ে খেলায় রাঙামাটির এই হার।
মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ বছরের বালক বালিকাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল ও সিটি কর্পোরেশন দল অংশ নিচ্ছে।
রাঙামাটি দলের সাথে ম্যানেজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক অাব্দুস সবুর, কোচ জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাম সাবেক ফুটবলার প্রদীপ বড়ুয়া ও অফিসিয়াল অাব্দুল করিম লালু রয়েছেন।