
: স্পোর্টস রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চট্টগ্রাম বিভাগের খেলায় সেমিফাইনালে উঠেছে রাঙামাটি।
শনিবার প্রতিযোগিতার কোয়াটার ফাইনালে চাঁদপুরকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে সেমিতে উঠে পাহাড়ের এই জেলা।
চট্টগ্রাম এমএ অাজিজ স্টেডিয়ামে শনিবার বিকেলে নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে ড্র ছিল। রাঙামাটির হয়ে ক্যাপ্টেন ইমন জ্যোতি চাকমা ও রোহান মল্লিক অন্তু গোল দুটি করেন।
পরে টাইব্রেকারে চাঁদপুরকে ৪-২ গোলে পরাজিত করে সেমিফাইনালে পা রাখে রাঙামাটি। ২৩ অাগস্ট (রবিবার) বিকেলে প্রতিযোগিতার সেমিফাইনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মুখোমুখি হবে তারা।
রাঙামাটির হয়ে ম্যানেজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক অাব্দুস সবুর, কোচ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ফুটবলার প্রদীপ বড়ুয়া ও অফিসিয়াল অাব্দুল করিম লালু দায়িত্বে অাছেন।