
স্পোর্টস রিপোর্টার : রাঙামাটির প্রয়াত ক্রীড়াবিদদের স্মরণে এবং ফুটবলের জাগরণ, প্রচার-প্রসারে রাঙামাটিতে ১ম বারের মত অায়োজিত লিজেন্ড ফুটবলার স্মৃতি ফুটসাল (ফুটবল) টুর্নামেণ্ট এর ফাইনাল খেলা শনিবার অনুষ্টিত হবে।
প্রতিযোগিতার ফাইনালে বিকেল ৪ টায় সানরাইজ স্পোটিং ক্লাব- রিজার্ভ মূখ স্পোর্টিং ক্লাব একে অপরের মোকাবেলা করবে।
রিজার্ভ বাজারে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নবগঠিত বৃহত্তর রিজার্ভ বাজার খেলোয়াড় সমিতির উদ্যোগে এ টুর্ণামেন্ট অায়োজন করে।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি অাসনের সাংসদ দীপংকর তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অায়োজক কমিটির সুত্র থেকে জানা গেছে, ফাইনালকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।
গত ২০ জুন এ টুর্নামেন্টের শুভ সুচনা হয়।