দুর্দান্ত জয় আর্জেন্টিনার, পে‌লে‌কে ছা‌ড়ি‌য়ে গে‌লেন মে‌সি

535
Advertisement

: স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির হ্যাটট্রিকের রাতে বলিভিয়াকে হেসেখেলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তিরা। জাদুকরী ফুটবলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পেলেকে ছাড়িয়ে যাওয়ার দিনে দারুণ জয় এনে দিলেন মেসি।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে স্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন মেসি।

এদিন ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার সাথে সাথে আর্জেন্টাইন মহাতারকা গড়ে ফেললেন দক্ষিণ আমেরিকান হিসাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হওয়ার নজির। এত দিন কিংবদন্তী পেলেই (৭৭) লাতিন আমেরিকান ফুটবলার হিসাবে জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তবে তিন গোল করার ফলে মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৭৯-এ।

এই জয়ের সুবাদে এবারের বিশ্বকাপ যোগ্যতাপর্বে এখনো অপরাজিত রইল আর্জেন্টিনা। মেসির দল ৮ ম্যাচ খেলে মোট ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান দেশগুলোর মধ্যে যোগ্যতাপর্বের তালিকায় দ্বিতীয় স্খানে রয়েছে। তাদের মোট জয়ের সংখ্যা পাঁচ।