Advertisement

স্পোর্টস রিপোর্টার : আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ আর নেই। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যানসারে ভুগছিলেন।
তার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ধরা পড়ে কর্কট রোগ। তারপর থেকে চলছিল তার চিকিৎসা। মাঝে সুস্থ হওয়ার বার্তা দিয়ে জানিয়েছিলেন, আবার আম্পারিংয়ে ফিরতে চান। তবে প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে আর পেরে উঠলেন না তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছে রাঙামাটি জেলা অাম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।