
: স্পোর্টস রিপোর্টার : রাঙামাটির নানিয়ারচরে বালিকাদের নিয়ে ১৩ দিনব্যাপী কাবাডি ক্যাম্প সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার নানিয়াচর উপজেলা মাঠে অনুষ্ঠিত এই কাবাডি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোন উপ অধিনায়ক মেজর এস.এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, জাতীয় কাবাডি ফেডারেশন কোষাধ্যক্ষ শরিফ মোহাম্মদ আরিফ মিহির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ।
জাতীয় কাবাডি ফেডারেশনের আয়োজনে ও নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৩ দিন ব্যাপি মহিলা কাবাডি ক্যাম্পে ৩২ জন বালিকা অংশ নেয়।