
: স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্য ছিল “জীবনকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন।
শনিবার বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে প্রীতি ক্রীড়ার অংশ হিসেবে ভলিবল ও ফুটবল ম্যাচ অায়োজন করা হয়। ভলিবলে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ২-১ সেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দলকে এবং ফুটবলে রাঙামাটি জেলা প্রশাসন ২-১ গোলে রাঙামাটি পৌরসভাকে পরাজিত করে।
পরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বরুন দেওয়ান, সাধারন সম্পাদক শফিউল অাজম, যুগ্ম সম্পাদক অাব্দুস সবুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ পরিচালক মিজানুর রহমান শরিফ উপস্থিত ছিলেন।