
: স্পোর্টস রিপোর্টার : বুধবার থেকে শুরু হওয়া বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন এর আয়োজনে ৪র্থ হামিদুর রহমান জাতীয় যুব শুটিং চ্যাম্পিয়নশীপে অংশ নিচ্ছে রাঙামাটির কাপ্তাই উপজেলার দুই ক্ষুদে শুটার। তারা হচ্ছেন সানজিদ ও প্রীতি।
বাংলাদেশ শুটিং স্পোর্ট কমপ্লেক্সে আয়োজিত ৪র্থ হামিদুর রহমান জাতীয় যুব শুটিং প্রতিযোগিতা উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
চার দিনব্যাপী প্রতিযোগিতার খেলা গুলশানস্থ বাংলাদেশ শুটিং স্পোর্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে। ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ ও নারী এবং ১০ মিটার এয়ার পিস্তল পুরুষ ও নারী এবং ওপেন সাইট এয়ার রাইফেল পুরুষ ও নারী বিভাগে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
বুধবার দুই শুটারের সাফল্য কামনা করে বিদায় জানান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এসময় কাপ্তাই রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক শাহাদাৎ চৌধুরী উপস্থিত ছিলেন।