
: দীপ্ত হান্নান : প্রায় অনিয়মিত হয়ে পড়া ২য় বিভাগ ফুটবল লীগ অাবারো মাঠে গড়াচ্ছে। জেলা শহরের ১৬ টি দল নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ২য় বিভাগ ফুটবল লীগ।
মুজিব বর্ষ উপলক্ষে এই লীগ অায়োজন করছে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা। ২০১৭ সালে শেষবার অায়োজন করা হয়েছিল এই লীগটি। ওই সময় চ্যাম্পিয়ন হয় ব্রাদার্স ইউনিয়ন।
শনিবার (১৩ নভেম্বর ) দুপুর ২ টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে ২য় বিভাগ ফুটবল লীগের পর্দা উন্মোচন করবেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
অায়োজক কমিটি সুত্রে জানা গেছে, জেলা ক্রীড়া সংস্থার ২য় বিভাগের তালিকাভুক্ত ১৬ টি দল নিয়ে এবারের ফুটবল লীগ অায়োজন করা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে ইয়াং রাঙামাটি ও শাপলা স্পোর্টিং ক্লাব একে অপরের মোকাবেলা করবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১ম বিভাগ ফুটবল লীগে উন্নীত হবে।