Advertisement

: দীপ্ত হান্নান : রাঙামাটিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু দ্বিতীয় বিভাগ ফুটবলের ফাইনাল রাউন্ডে পা রেখেছে সৃষ্টি স্পোটিং ক্লাব, ফুরোমোন ক্লাব, ইয়ুথ স্পোটিং ক্লাব ও বলাকা ক্লাব।
অাজ শনিবার থেকে শুরু হবে সুপার ফোরে উঠা এই চার ক্লাবের লীগ শিরোপা ঘরে তোলার মিশন।
প্রথম রাউন্ডের চার গ্রুপ থেকে পয়েন্টের শীর্ষে থেকে সুপার ফোরে উঠা সৃষ্টি স্পোর্টিং ক্লাব, ফুরোমোন ক্লাব ও ইয়ুথ স্পোর্টিং ক্লাবের যথাক্রমে অর্জিত পয়েন্ট ৯ করে। অপর দল বলাকা ক্লাবের সংগ্রহ ৬ পয়েন্ট। ক্লাবগুলো প্রথম রাউন্ড থেকে অর্জিত তাদের পয়েন্ট নিয়ে সুপার ফোর শুরু করবে। সমান পয়েন্ট নিয়ে সৃষ্টি, ইয়ুথ ও ফুরোমোন একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলা প্রতিটি ম্যাচই হবে ডু অর ডাই। উত্তেজনা ছড়াবে একেবারে মোকাবেলায়। তবে পয়েন্টে পিছিয়ে থাকা বলাকা ক্লাবকে শিরোপা জিততে হলে পোড়াতে হবে অনেক কাঠখড়। জিতবে হবে প্রতিটি ম্যাচ, বাড়াতে হবে গোল সংখ্যাও।
শনিবার বিকেল ৩ টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ফুরোমোন ক্লাব মুখোমুখি হবে সৃষ্টি স্পোটিং ক্লাবের। এ রাউন্ডে পয়েন্ট তালিকায় যে দল শীর্ষে থাকবে তাদের ঘরেই উঠবে দ্বিতীয় বিভাগ ফুটবলের লীগ শিরোপা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে লীগটি পরিচালিত হচ্ছে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে।